থাইল্যান্ডে এক সেনা কর্মকর্তার গুলিতে অন্তত ২৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় একটি শহরে এক সেনা কর্মকর্তার এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েক জন।
স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে দেশটির সুরাথামপিথাক সেনানিবাসে এক সিনিয়র কর্মকর্তা ও অপর দুই জনকে হত্যা করে অস্ত্র ও গোলাবারুদ চুরি করে জাকরাপান্থ থমা নামের ওই সেনা কর্মকর্তা। পরে একটি চোরাই গাড়ি নিয়ে টার্মিনাল শপিং মলে যান তিনি। রাতভর শপিং মলে তান্ডব চালিয়ে অন্তত ২৪ জনকে হত্যা করেন তিনি। গুলিতে আহত বেশ কয়েক জন। রাতে বেশ কয়েকবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করেন ওই সেনা। পরে অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও তাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়। অবশেষে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ওই সেনা কর্মকর্তা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



























