ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রত্যাশা ও শঙ্কা, পূরণ হবে কি জনআকাঙ্ক্ষা?
- আপডেট সময় : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
স্বাধীন সাংস্কৃতিক চর্চ্চা, অর্থনৈতিক সমতা, সামাজিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠনে কার্যকরী ও সক্ষম সরকার চান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার গঠন হবে, তার কাছে জনআকাঙ্খা ব্যাপক হলেও– কতটা পূরণ হবে সেই চিন্তা ভোটারদের।
ফেব্রুয়ারির ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’ ৮৩ জন ভোটারের মধ্যে ৬ কোটি ৪৮লাখ ১হাজার ৯শ’ ০৭ জন পুরুষ ও নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং ১ হাজার ২শ’ ৩৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার অংশ নেবেন ভোটে।
এবারের নির্বাচনে থাকছে ৪২ হাজার ৭শ’ ৬১টি ভোটকেন্দ্র, যাতে থাকবে প্রায় আড়াই লাখ ভোট কক্ষ। ৩শ’ আসনে আইনশৃঙ্খলা গুরুত্ব বিবেচনায় প্রতি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন সর্বক্ষণিক নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন ভোট গ্রহণের আগে পরে মোট ৭দিন।
নির্বাচনী রাজনৈতিক হিসেব-নিকেশ শেষে ২২ জানুয়ারি থেকে ভোটের হাওয়া বইতে শুরু করবে পুরোদমে। সময়ের সাথে-সাথে আগামীর সরকার এবং প্রার্থী নির্বাচন নিয়ে কপালের ভাঁজ বাড়ছে ভোটারদের।
মুক্ত বাংলা সংস্কৃতি চর্চার সুষ্ঠু পরিবেশের পাশাপাশি, অবাধ ধর্ম পালনের নিরাপদ পরিবেশও প্রত্যাশা ভোটারদের।
অর্থনৈতিক মুক্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এমন সরকার-ই দেখতে চান ভোটাররা ।
মৌসুমী সমাধান নয়। স্বাধীন বাংলাদেশে সার্বিক স্থিতিশীলতা ও ধারবাহিক উন্নয়নের পক্ষে সাধারণ ভোটাররা।

















