ত্রিশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তুললো লিভারপুল

- আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
অবশেষে ত্রিশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের রূপালী ট্রফি ঘরে তুললো লিভারপুল। নিয়ম রক্ষার ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে বিধ্বস্ত করে অ্যানফিল্ডে শিরোপা উৎসব করেছে অলরেডরা। অধিনায়ক হেন্ডারসনের হাতে ট্রফি তুলে দেন অলরেড কিংবদন্তি কেনি ডালগ্লিশ। এদিকে আরেক ম্যাচে ওয়েস্ট হামের সাথে ১-১ গোলে ড্র করেছে মানচেস্টার ইউনাইটেড।
৩০ বছর। হ্যা, তিন দশকে যে ট্রফি ছোঁয়ার স্বপ্নকে পূর্ণতা দিতে পারেননি ইয়ান রাশ কিংবা স্টিভেন জেরার্ডদের মত কিংবদন্তিরা, এবার সেটিই করে দেখালেন সালাহ-ফিরমিনোরা। অপেক্ষা শেষে জর্ডান হেন্ডারসনের হাতে উঠলো লিভারপুলের অসাধারণ এক মৌসুমের পুরস্কার। অলরেড কিংবদন্তি কেনি ডালগ্লিশের হাত থেকে লিগ ট্রফি বুঝে পেলেন অলরেড অধিনায়ক।
মাঠ কিংবা ড্রেসিং রুম সব জায়গাতেই উদযাপন অব্যাহত সালাহ-মানেদের। যেখানে উল্লাসের মধ্যমণি পেছনের কারিগর কোচ জার্গেন ক্লপ। অসাধারন এক বছর পারি দেয়া লিভারপুলের ট্রফি উৎসব চলছে অথচ মাঠে নেই সমর্থক, তবুও আয়োজনে এতটুকু কমতি ছিলো না।
শিরোপা উদযাপনের মঞ্চে বাড়তি উচ্চতা চেলসির বিপক্ষে ম্যাচ। যা আরো বাড়িয়ে দিলেন ন্যাবি কেইতা। ম্যাচের ২৩ মিনিটে লিভারপুলকে লিড এনে দিয়ে।
এরপর ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড এবং জর্জিনিও ভাইনালডাম। তিন শূন্য গোলের লিড এনে দেন লিভারপুলকে। যদিও প্রথমার্ধের ঠিক আগে অলিভার জিরুদের গোলে লাইফলাইন নিয়ে বিরতিতে যায় চেলসি।
ম্যাচে দুদলের ব্যবধানটা আরও বড় হয়, ৫৩ মিনিটে রবার্তো ফিরমিনোর কল্যাণে। তবে চেলসির হয়ে ট্যামি আব্রাহাম ও ক্রিশ্চিয়ান পুলিসিস, নাটকীয়তার জন্ম দেন ম্যাচের ৬১ আর ৭৩ মিনিটে। তবে শেষরক্ষ হয়নি ল্যাম্পার্ডের দলের। লিভারপুলের ট্রফি উৎসবের রাতকে–মলিন হতে দেননি মিডফিল্ডার চেম্বারলাইন।