ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে চলন্ত বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হন আরো ১০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া জানায়, ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।