ত্রিপুরা ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের নারীদের পোশাকের কদর বাড়ছে ফ্যাশন প্রিয় মানুষের কাছে

- আপডেট সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
ত্রিপুরা ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের নারীদের পোশাকের কদর বাড়ছে ফ্যাশন প্রিয় মানুষের কাছে। খাগড়াছড়িতে তৈরী এসব পোশাক দেশের বাইরেও যাচ্ছে। পাহাড়ী জনপদের এ সব খাত, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানান সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ি সদরের ছেলা ছড়া গ্রাম। এ গ্রামের অধিকাংশ কিশোরী ও নারীদের অবসর কাটে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক বুননে। একই অবস্থা দীঘিনালার জামতলী গ্রামেও। সূতায় বিভিন্ন ধরণের কারুকাজ করে স্থানীয় উপকরণ দিয়ে বানানো হয় এ বিশেষ পোশাক। এতদিন স্থানীয় পর্যায়ে চাহিদা থাকলেও দিনদিন বাইরের মানুষদের কাছে বাড়ছে এর কদর। এতে নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখার পাশাপাশি আয়ের উৎস হয়েছে অনেকের। তবে সূতাসহ অন্যান্য উপকরণের অতিরিক্ত দাম বাড়ায় আগ্রহ থাকলেও অনেকেই বন্ধ করেছেন পোশাক বুনন। সরকারি পৃষ্টপোষকতা পেলে এ খাতে পাহাড়ী নারীদের কর্মসংস্থান করা সম্ভব।
নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে এ খাতে উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ প্রদানে আগ্রহের কথা বলছে মহিলা বিষয়ক অধিদপ্তর। শুধু ত্রিপুরা নয়, পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠির নিজস্ব পোশাক তৈরি খাতকে আরো গতিশীল ও ধরে রাখতে সরকারকে এগিয়ে আসার দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।