ত্রিনাদ টেস্টে ভালো অবস্থানে ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
ত্রিনাদ টেস্টে ভালো অবস্থানে ভারত। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫২ রানে এগিয়ে সফরকারীরা।
স্কোরবোর্ডে ২৮৮ রান এবং হাতে ৬ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। বিরাট কোহেলি ও রবিন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ভাল শুরু পায় সফরকারীরা। দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯ তম শতক তুলে নেন কোহেলি। তবে ১২১ রান করে সাঝঘরে ফেরেন এই ভারতীয় ব্যাটার। এরপর ৬১ রানে ফেরেন জাদেজাও। এরপর রবিচন্দ্রন আশ্বিনের ৫৬ রানের ইনিংসে ভর করে ৪৩৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৮৬ রানের বিনিমিয়ে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।