ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ব্যাটার আর পেসারদের অনুশীলন

- আপডেট সময় : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় ক্রিকেটাররা। প্রথম দিন ব্যাটার আর পেসারদের নিয়ে কেটেছে কোচিং স্টাফের। বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ জেমি সিডন্সের নজর তরুণ ক্রিকেটারদের উপর।
ট্রাইনেশন সিরিজকে সামনে রেখে প্রথমবার মাঠে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মনোমুগ্ধকর প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার ক্রিকেটাররা। প্রথম অনুশীলনের আগে লিংকনে টাইগারদের টিম মিটিং।
একদিনের বিশ্রাম শেষে অনুশীলনে দল, ওয়ার্মআপ দিয়ে শুরু। পুরো অনুশীলনেই ফুরফুরে মেজাজ আর হাস্যোউজ্জ্বল ক্রিকেটাররা, ঠিক যেমন তাসমান পাড়ের সোনালী আলো।
অনুশীলনের ফাঁকে লিটন দাসকে নিয়ে আলাদাভাবে ব্যাটিং কোচ জেমি সিডন্সের আলাপ। ওপেনিং যখন চিন্তার কারণ তখন ভিন্ন কিছুর সন্ধানে গুরু-শিষ্য। আরব আমিরাত সিরিজে ছন্দে না থাকায় নেট অনুশীলনে অধিক মনোযোগী লিটন। পাশের নেটে লিটনের সঙ্গী সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজ যার পরীক্ষার মঞ্চ।
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নেই তারপরও ঝাম ঝরিয়েছেন মোস্তাফিজ-তাসকিন। সিনিয়রদের সঙ্গে যোগ দেন তরুণ পেসার হাসান মাহমুদ। হেড কোচবিহীন দলের দেখভাল করছেন শ্রীধরন শ্রীরাম আর খালেদ মাহমুদ। বিরূপ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ ক্রিকেটারদের।
৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথমদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।