ত্রাণ বিতরণের সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়বে

- আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ত্রাণ বিতরণের সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়বে বলে মনে করেন দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ত্রাণ বিতরণের সময় সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই জনসমাগম ঘটানো হচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের আশংকাও করেন তিনি। এছাড়া স্বাস্থ্য ঝুঁকি কমাতে তালিকা করে গরীব ও দু:স্থদের বাড়িতে ত্রাণ পৌছানোর পরামর্শ দেন তিনি। নিয়ন্ত্রণহীন ত্রাণ বিতরণে স্বাস্থ্যঝুঁকি বিষয়ে এসএটিভিকে এসব বলেছেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এর বিস্তার রোধে সারাদেশে অঘোষিত লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার। এতে কর্মহীন হয়ে পড়ে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলো। খাদ্য সংকটে পড়ে অনেকে। তবে এরই মাঝে গরীব-দুঃস্থদের খাদ্য সংকট এড়াতে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও এগিয়ে এসেছে অনেকে। তবে এসব ত্রাণ বিতরণে বেশিরভাগই মানা হচ্ছে না সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। এতে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়বে বলে জানান অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
এ সময় তিনি আরো বলেন, এখনই এটি নিয়ন্ত্রণ করা না গেলে আরো ভয়াবহ রূপ নিতে পারে করোনা । এছাড়া, প্রয়োজনে তালিকা করে তাদের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছালে স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমানো সম্ভব বলে মনে করেন তিনি।