ত্রাণের দাবিতে রাজশাহী ও রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

- আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ত্রাণের দাবিতে রাজশাহী ও রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিম্নআয়ের মানুষ।
রাজশাহীতে ত্রাণের দাবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ হয়েছে।বেলা ১১টার দিকে নগরীর পঞ্চবটি এলাকায় সড়কে বিক্ষোভ প্রদর্শন করে নিম্ন আয়ের মানুষ । এসময় ‘মোবাইল কোর্ট’লেখা ব্যানারের গাড়ি দেখে তারা গতিরোধ করে। পরে গাড়িতে থাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া’র পরিচয় পেয়ে গাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন গাড়িতে থাকা ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, ত্রাণ না পাওয়াদের তালিকা তৈরি করে শিগগিরই খাদ্যসহায়তা দেয়া হবে।
এদিকে, পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকসহ নিম্নআয়ের কয়েক’শো মানুষ। এ সময় বিক্ষুদ্ধরা সিটি করপোরেশন অফিস ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে । বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারি করোনা মোকাবিলায় লকডাউনের কারণে দীর্ঘদিন কর্মহীন থাকলেও সরকারি, বেসরকারিভাবে তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না।