ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি

- আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাইকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে দেশে আইনের শাসন আছে।
চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপন ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপি কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এসময় বক্তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পরামর্শ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নিরাপত্তার বিষয় নিয়ে সবাই দুঃশ্চিন্তার মধ্যে আছে। এটা মোকাবিলা করা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।
নির্বাচন কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষতার সাথে ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।