তৌহিদী জনতার নাম ব্যবহার করে বিএনপি-জামাত নাশকতার চেষ্টা করে যাচ্ছে : রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন- তৌহিদী জনতার নাম ব্যবহার করে বিএনপি জামাত শিবির জ্বালাও পোড়াও ও নাশকতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে তারা এ ধরনের কর্মকান্ড করে আসছে। কিন্তু তারা জানে না শেখ হাসিনা সরকার এত দূর্বল নয়।
বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ আয়োজিত এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ধর্মের নাম ব্যবহার করে অপব্যাখ্যা দিয়ে যারা এই শান্তিপ্রিয় জেলায় অশান্তি সৃষ্টি করলো তার দায় কে নেবে? হামলাকারীরা যে এত বড় একটা সহিংসতা চালাবে এটা কেউ ভাবেনি। তাদের লুটপাট পাকিস্তানীদের হার মানায়। এসময় সমাবেশে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।