তৈরি পোশাক শ্রমিকদের টিসিবির আওতায় আনা হবে : বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মূল্যস্ফীতির প্রতিঘাত থেকে রক্ষায় তৈরি পোশাক শ্রমিকদের টিসিবির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। কারখানায় কাজের পরিবেশ উন্নয়নে ট্রেড ইউনিয়ন থাকা প্রয়োজন বলে জানান মন্ত্রী। আর অনেক কারখানায় জাতিসংঘের কমপ্লায়েন্স অনুসরণ করা হচ্ছে না, এমন তথ্য উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে।
নগরীর ব্র্যাক সেন্টারে ‘রিসেন্ট আরএমজি গ্রোথ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালয়..সিপিডি।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। জানান, ৪২ শতাংশ কারখানা কোনো নিয়মের মধ্যে নেই। নারী শ্রমিকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমছে।
প্রযুক্তির ব্যবহারের কারণে কমছে শ্রমিকের সংখ্যা; তাই দক্ষতা বাড়াবার তাগিদ দেন বক্তারা।
নিত্যপণ্যের বাজারের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো দাবি জানান শ্রমিক নেতারা।
পোশাক শ্রমিকদের সহায়তায় টিসিবির আওতায় নিত্যপণ্য সরবরাহ করার চিন্তা করা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ যেমন দেখবে, তেমনই কারখানা টিকিয়ে রাখতে মালিকদের দিকে নজর দেয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।