তৈরি পোশাকের অর্ডার বাড়লেও গ্যাস সংকটসহ নানান প্রতিবন্ধকতায় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
করোনার দুই বছর পর তৈরি পোশাকের অর্ডার বাড়লেও গ্যাস সংকটসহ নানান প্রতিবন্ধকতার কারণে এই খাতের উদ্যোক্তারা এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিজিএমই’র সভাপতি ফারুক হাসান।
বিকেলে চট্টগ্রামের একটি পাঁচতারা হোটেলে বিজিএমইএ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। ফারুক হাসান আরো বলেন দু’বছর পর আন্তর্জাতিক বাজার যখন ঘুরে দাড়াতে শুরু করেছে, ঠিক তখনই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এরও পর শিল্পে চার ঘন্টা করে গ্যাস সরবরাহ বন্ধ এবং করোনার সময় শ্রমিকদের বেতন দেয়ার শর্তে নেয়া ঋণের টাকা কেটে রাখাসহ নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করছে তৈরী পোশাক শিল্প। এর থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তা চান তিনি। এসময় সংগঠনটির প্রথম সহ-সভাপতি নজরুল ইসলামসহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।










