তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভোটগ্রহণ চলছে

- আপডেট সময় : ১২:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ১০ ঘণ্টার ভোটে ঠিক হবে আগামীতে কারা নেতৃত্ব দেবে বিজিএমইএ। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে দুই প্যানেলে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটার ২,৩১৩ জন। এর মধ্যে ঢাকার ১,৮৫২ ও চট্টগ্রামের ৪৬১ জন। করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই আজ রোববার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমই-এর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি পরিপালনে ভোটের সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণের জন্য সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। দীর্ঘ ৮ বছর পর বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে। এতে সংগঠনের ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি পরিচালক পদের জন্য লড়ছেন নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী।স্বাধীনতা পরিষদ নামের আরেকটি জোট অবশ্য সম্মিলিত পরিষদের সঙ্গে যৌথভাবে নির্বাচনে আছে।