তৃতীয় ধাপে দেশের ৯৮৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

- আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দশম ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপে দেশের ৯৮৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়ন পরিষদের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। সহিংসতায় খুলনার তেরখাদার মধুপুর ইউনিয়নে নৌকার সমর্থক নিহত হয়েছে। কুমিল্লায় সমর্থকদের হাতাহাতি এবং ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোটের দায়ে একজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খুলনার তেরখাদায় নির্বাচনী সহিংসতায় মধুপুর ইউনিয়নে বাবুল শিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থক। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধে কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন গেলো রাতে হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান বাবুল।
যশোরের শার্শা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে শালকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন সকালে বর্তমান মেম্বর তরিকুল ইসলাম তোতাসহ তার সমর্থক আশানুর সরদারসহ কয়েকজন রামদা, চাইনিজ কুড়াল, শাবল নিয়ে মোরগ মার্কার সমর্থকদের উপর চড়াও হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথিসহ পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের পাল্টা ধাওয়া দেয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়ার দায়ে আটক ১ জনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় সে।
কুমিল্লা হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনের সইফুল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটকেন্দ্রের বাহিরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষীপুরের রায়পুর ৯ নাম্বার ইউনিয়নের ৪,৫,৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার কোনো এজেন্টকে ঢুকতে দেয়নি প্রতিপক্ষের সমর্থকরা।
সংঘর্ষ ছাড়াও দেশের আরো ৯৪২ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এদিকে, ৯টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।