তৃতীয় দফায় সিরাজগঞ্জের দুটি উপজেলার ১৯টি ইউপি নির্বাচনের প্রচারনা এখন তুঙ্গে

- আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তৃতীয় দফায় সিরাজগঞ্জের দুটি উপজেলার ১৯টি ইউপি নির্বাচনের প্রচারনা এখন তুঙ্গে। স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে, জমে উঠেছে জামালপুর মেলান্দহ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রার্থী ও তাদের সমর্থকরা রাত-দিন ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
তৃতীয় দফায় সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২৮ নভেম্বর। ইতিমধ্যে পোষ্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা।পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে ভোটাররা।
তাদের নানান প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারনায় বাঁধা দেয়ার অভিযোগ করছে স্বতন্ত্র প্রার্থীরা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুতির কথা জানান, উপজেলা নির্বাচন অফিসার। এদিকে, জামালপুরের মেলান্দহ উপজেলার ৯ ইউনিয়নের ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। বাকি ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। অনেক এলাকায় রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী।
সৎ, যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা জানান ভোটাররা। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি রয়েছে। জামালপুর সদরের ৯ ইউনিয়নের ৯৪টি ভোট কেন্দ্রে ১লাখ ৯৩ হাজার ৬শ’৮০ জন ভোট দেবেন।