তৃতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল ১৫২ জন প্রার্থীর

- আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৯৩৪ বার পড়া হয়েছে
তৃতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল করছেন ১৫২ জন প্রার্থী। যাদের অধিকাংশই স্বতন্ত্র। তিন দিনে ৩৩৫ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন। এর মধ্যে সব চেয়ে বেশি কুমিল্লার বিভিন্ন আসনে ৩৩ জন আপিল করেছেন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে, নির্বাচন বয়কট করার কথাও জানান অনেক প্রার্থী। এদিকে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩৩৮ থানার ওসিদের বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
বৃষ্টি উপেক্ষা করে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে আপীল করতে আসেন স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীর অনেকেরই এক শতাংশ ভোটারে ক্রুটির কারণে মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানীতে মননোনয়ন ফিরে পাবার আশাবাদী তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে, নির্বাচন বয়কটের কথাও জানান অনেক প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ অভিযোগ করেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।