নাটোরে ডিবি পরিচয়ে যুবদলকর্মীকে তুলে নেওয়ার দেড় ঘণ্টা পর ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৯১৬ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে তুলে নেওয়ার দেড় ঘণ্টা পরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উপজেলার গোপালপুর মহিলা আদর্শ কলেজের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।মাসুদ রানার স্ত্রী আসমা খাতুন জানান, নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে সাদা মাইক্রো বাসে মাসুদ রানাকে উঠিয়ে নিয়ে যায় একদল দুবৃত্ত।পরে তার পরিবারের সকলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।






















