তীব্র দাবদাহে বগুড়ায় বাড়ছে রোগ বালাই
- আপডেট সময় : ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৭২৯ বার পড়া হয়েছে
তীব্র দাবদাহে বগুড়ায় বাড়ছে রোগ বালাই। ঘরে ঘরে জ্বর,সর্দি, কাশি, ডায়রিয়া ও চর্ম রোগের আক্রান্ত হচ্ছে সব বয়সি মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এমন তীব্র গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তবে গরমে সুস্থ থাকতে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
গত কদিন থেকেই অসহনীয় গরম। স্বস্তি নেই কোথাও। গরমে গা ঘেমে জব জবে। শরীরে ঘাম বসেই হচ্ছে জ্বর, সর্দি, কাশি। সংক্রামক ছড়াচ্ছে তার নিজস্ব গতিতেই। কেউ আক্রান্ত ডায়রিয়ায়, কেউ পাতলা পায়খানা ও নানা চর্ম রোগে। হাসপাতালের জরুরী ও বহির্ভাগে এখন বাড়তি রোগীর ভিড়।গরমে সবচে বেশি ভুগছে শিশুরা। হাসপাতালের বেডে এখন জায়গা নেই। অসুস্থ শিশুকে নিয়ে কাহিল অভিভাবকরা।গরম থেকে বাঁচতে সতর্কতা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।তবে স্বাস্থ্য বিভাগ বলছে, গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে।



























