তীব্র তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া-নিউমোনিয়া
- আপডেট সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া-নিউমোনিয়া, সর্দি-জ্বর। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে গরম বেশি হওয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা ।
প্রকৃতির বৈরী আচরণের বিরুপ প্রভাব পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তীব্র গরমে বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশু ও বয়ঃবৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। একই কারণে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আসন সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও করিডোরে ঠাঁই নিয়েছেন রোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, গরমের তীব্রতা চলতে থাকলে এ সমস্যা আরও বাড়তে পারে।হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা বলছেন, এবার তাপদাহ অনেক বেশি। ডায়রিয়া, তীব্র মাথা ও শরীর ব্যাথা, জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও শয্যা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারাহাসপাতালের সেবিকারা বলছেন, রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সেবা দিতে তারা
আর হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা বলছেন, তীব্র তাপদাহে শঙ্কা এড়াতে বেশি বেশি পানি পানসহ টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন।






















