তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মিশনে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কাল ওয়ানডে মিশনে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। সিডনিতে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
সময়টা ভাল যাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার। সদ্যই দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়েছে ওয়ার্নার-ফিঞ্চরা। ঘুরে দাঁড়ানোর মিশনে এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ব্যর্থতা ভুলে জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করতে চায় অস্ট্রেলিয়া। অন্যদিকে, ঘরের মাঠে ভারতকে ওয়ানডে আর টেস্টে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। তাই অস্ট্রেলিয়ার মতো কিউইদেরও লক্ষ্য জয় দিয়ে মিশন করা।