তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে ইংলিশরা। পাকিস্তানের দেয়া ৩৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।
বার্মিংহামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২১ রানে ফখর জামানের উইকেট হারায় সফরকারীরা। তবে, ইমামুল হক ও বাবর আজমের ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫৬ করে ইমামুল ফিরলে বাবর আজম খেলেন ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস। এছাড়া ৭৪ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তাতে ৯ উইকেটে ৩৩১ রানের পূঁজি পায় পাকিস্তান। জবাবে জেমস ভিন্সের ১০২ আর লুইস গ্রেগরির ৭৭ রানে ভর করে জয় পায় ইংল্যান্ড। ৪ উইকেট নেন হ্যারিস রউফ। শুক্রবার থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দু’দল।