তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে অজিদের কাছে ৬ উইকেটে হেরেছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার দেয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করেত মার্নাস লাবুশানের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১০৮ রান আসে লাবুশানের ব্যাট থেকে। এছাড়া ৩৬ রান করেন ডি-আর্চি শট। ব্যর্থ ওয়ার্নার, ফিঞ্চ ও স্টিভেন স্মিথরা। জবাব দিতে নেমে দলীয় ৫৪ রানে দুই ওপেনারকে হারালেও, মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮৪ রান, স্মুস্টের। এছাড়া ৬৮ রানে অপরাজিত ছিলেন হেনরিক ক্ল্যাসেন। এর আগে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।