তিন মাসের ব্যবধানে দেশে বেকার জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ

- আপডেট সময় : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
তিন মাসের ব্যবধানে দেশে বেকার জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসেই বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক জরীপে উঠে এসেছে এ তথ্য। তবে এতে উদ্বিগ্ন হবার কিছু নেই বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বলেন, শীতকালে কাজের সুযোগ কম থাকায়, বেকারের সংখ্যা বেড়েছে। মার্চ পর্যন্ত দেশের মোট শ্রমশক্তির পরিমাণ ৭ কোটি ৩৭ লাখ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরীপ প্রতিবেদন তুলে ধরা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ- এনইসি সম্মেলন কেন্দ্রে।
প্রতিবেদনে জানানো হয়, গত ডিসেম্বর পর্যন্ত দেশে বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। চলতি মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার জনে। তিন মাসে বেড়েছে ২ লাখ ৭০ হাজার।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, শীত মৌসুমে কাজ না থাকায় বেকারের সংখ্যা বেড়েছে। এতে উদ্বিগ্ন হবার কিছু নেই।
অর্থনৈতিক খাত অনুসারে শিল্প ও সেবা খাতের তুলনায় কৃষিতে বেকারের সংখ্যা বেশি বেড়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
দেশে মোট শ্রমশক্তির মধ্যে কর্মে নিয়োজিত জনশক্তির সংখ্যা বর্তমানে ৭ কোটি ১০ লাখ। যেখানে ৪ কোটি ৬৫ লাখ পুরুষ এবং ২ কোটি ৪৫ লাখ নারী।