তিন বছর বিয়ে না করার শর্তে তরুণীদের বিনা খরচে বিদেশে গিয়ে ভাল বেতনে চাকরির সুযোগ

- আপডেট সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
তিন বছর বিয়ে না করার শর্তে তরুণীদের বিনা খরচে বিদেশে গিয়ে ভাল বেতনে চাকরির সুযোগ।হাতে থাকবে দামী মোবাইল ফোন ও ল্যাপটপ। সেই সাথে গাড়ি-বাড়ির সুবিধাও। এমন আকর্ষণীয় প্রস্তাবে কার না মন গলে! এমন ফাঁদেই পা দিয়েছিল রাজশাহীর অন্তত ২৫জন তরুণী। ইউরোপের দেশে যেতে চলছিল প্রশিক্ষণও। তবে প্রশাসন টের পেয়ে যাওয়ায় শেষরক্ষা হয়েছে তাদের।
বিদেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর হওয়া তরুণীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা।কিন্তু পুরোটাই যে ফাঁকি, তা বুঝতে পারে নি রাজশাহী নগরীর কাজলা এলাকার ফুলতলা পাড়ার এ তরুণীরা। কথিত ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হঠাৎ এ বাড়িটিতে হানা দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এরপরই বেরিয়ে আসে প্রতারণার বিষয়টি।
নিজেকে অস্টিয়া প্রবাসী পরিচয়ে ঢাকা থেকে এসে পদ্মাপাড়ে অজোপাড়ার এ বাড়ির একটিমাত্র কক্ষই মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন মামুন হোসেন। সেখানে বান্ধবীর মাধ্যমে গ্রামের দরিদ্র তরুণীদের জড়ো করেন তিনি।
যদিও মামুনের দাবি, করোনাকালে বেকার তরুণীদের আয়-রোজগারের জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন। তবে বিদেশে এ ধরনের চাকরির প্রস্তাব ও প্রশিক্ষণের জন্য বৈধ কোনো কাগজপত্র ভ্রাম্যমান আদালতকে দেখাতে পারে নি মামুন।শুক্রবার অভিযুক্ত মামুন ও তার বান্ধবীকে এক বছর তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।