তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। একই ফ্লাইটে টিকিট না পাওয়ায় ভিন্ন ভিন্ন উড়ালে আসবেন মমিনুল হক, হাবিবুল বাশাররা।
তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ বহরের সবাই। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে আসবে প্রথম বহর। বিসিবি জানায়, বৃহস্পতিবার সকালে ও বিকেলে আরও দুটি ভাগে ঢাকায় পৌঁছাবেন টাইগাররা। সম্প্রতি বাংলাদেশ দলের ব্যস্ততা না থাকায় হেডকোচ রাসেল ডমিঙ্গো এবং নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগাররা। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।
























