তিন দিনের সরকারি ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তিন দিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভীড় জমেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে মানুষের।
কক্সবাজারের ৮০ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে । সৈকতেই শুধু নয় হোটেল-মোটেল অলিগলি-রাস্তা সব জায়গায় পর্যটকের ভিড়। কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে সর্বদা সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। রাতে মোটরসাইকেল নিয়ে টহলে থাকবে পুলিশ। বঙ্গবন্ধুর জন্মদিন ও শবে বরাতকে সামনে রেখে আগামী ১৭-১৯ মার্চ তিন দিন সরকারি ছুটি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।