তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের চেয়ে ১০৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৪ উইকেটে ২০১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবিয় প্রেসিডেন্টস একাদশ। ৮৩ রানে অপরাজিত ছিলেন সোলোজানো। মাঝে দ্রুত তিন উইকেট হারালেও স্বাগতিকদের ম্যাচে রাখেন এই ওপেনার। তিন উইকেট নিয়েছেন ইবাতদ হোসেন। এক উইকেট শিকার রেজাউর রহমান রাজার। এর আগে, ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ১৬২ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। ৫৪ রান করেন নাজমুল শান্ত। ব্যর্থ হয়েছেন মুমিনুল, লিটন দাস ও ইয়াসির আলী রাব্বি।