তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ২৩৩ রানে পিছিয়ে বিসিবি একাদশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ২৩৩ রানে পিছিয়ে বিসিবি একাদশ। দিন শেষে বিনা উইকেটে ২৪ রান সংগ্রহ স্বাগতিকদের।
সাইফ ১৫ আর সাদমান ইসলাম অপরাজিত আছেন ৩ রানে। এর আগে, চট্টগ্রমামের এমএ আজিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লেগ স্পিনার রিশাদ হোসাইনের বোলিং তোপে ২৫৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েড। এছাড়া ৪৪ রান আসে জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। রিশাদ ৫ আর খালেদ আহমেদ নেন ৩ উইকেট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩ ফেব্রুয়ারি থেকে।










