তিন দফা বন্যায় কুড়িগ্রামে প্রায় ৮ হাজার হেক্টর জমির আমান ক্ষেত নষ্ট

- আপডেট সময় : ০১:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
তিন দফা বন্যায় কুড়িগ্রামে প্রায় ৮ হাজার হেক্টর জমির আমান ক্ষেত নষ্ট হয়ে গেছে। শেষ মুহুর্তে ধার দেনা করে চড়া দামে আবারও আমন চারা কিনে জমিতে রোপন করছেন ক্ষতিগ্রস্থ কৃষক। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জেলার প্রায় ৫০ হাজার কৃষককে সরকারী প্রণোদনা দেয়ার কথা জানায় কৃষি বিভাগ।
শেষ সময়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমন চারা সংগ্রহ করে আনছেন কুড়িগ্রামের চরাঞ্চলসহ নদ-নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকরা। কেউ জমিতে হালচাষ দিচ্ছেন, কেউ শ্রমিক দিয়ে লাগাচ্ছেন চারা। কয়েক দফা বন্যার ক্ষতি পুষিয়ে নেয়াসহ কৃষি নির্ভর জীবিকা টিকিয়ে রাখতে এ প্রচেষ্টা তাদের।
জমিতে লাগানো ফসল বার বার নষ্ট হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন কৃষকরা।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা দুধকুমারসহ নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম প্রতি বছর ৩ থেকে ৫ বার বন্যার কবলে পড়ে। এবারের বন্যায় কৃষকদের ক্ষতির কথা চিন্তা করে সরকারী প্রণোদনা দেয়ার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা।
জেলায় এ বছর ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন চারা লাগানো হয়। এরমধ্যে বন্যায় ক্ষতি হয় ৮ হাজার হেক্টর জমির আমন ক্ষেত।