তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৭২৩ বার পড়া হয়েছে
তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা সরকারের উন্নয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই নেতকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ভোগ বিলাসের দল নয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। সেজন্য দলের নেতকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
























