তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

- আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি প্রতিনিধি দলের সাথে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সিপিসি। বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।
বৈঠকে সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে স্বাগত জানান। দ্বিপাক্ষিক এই বৈঠক দুই দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লি হংঝং বলেন, “এই বৈঠকের মধ্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে।” তিনি বিএনপির ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের নীতিগত অবস্থান ও আঞ্চলিক শান্তি ও উন্নয়নে দলের প্রত্যয় তুলে ধরা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে।