তারুণ্যের সমাবেশ নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ঢল

- আপডেট সময় : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে আজ চলছে তারুণ্যের সমাবেশ। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে সমাবেশস্থলে জনতার ঢল নেমে আসে, বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।
বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নিতে ভোর থেকেই ঢাকায় আসতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। তারা দলীয় পতাকা ও নানা স্লোগানে মুখর করে তোলেন নয়াপল্টন এলাকা।
সমাবেশের প্রধান মঞ্চটি স্থাপন করা হয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। মঞ্চে একে একে বক্তব্য দিচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেছেন, এই সমাবেশের মাধ্যমে দেশের তরুণ সমাজ তাদের প্রত্যাশা ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চায়। তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা গেছে। অনেকে বিকল্প রুট ব্যবহার করছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নয়াপল্টন এলাকায় হাজারো মানুষের উপস্থিতি বজায় ছিল এবং স্লোগানে মুখর ছিল সমাবেশ প্রাঙ্গণ।