তামিম ইকবালের ভাচুর্য়াল আড্ডায় নিজের সাফল্যে’র রহস্য উন্মোচন করলেন বিরাট কোহলি

- আপডেট সময় : ০৩:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তামিম ইকবালের ভাচুর্য়াল আড্ডায় নিজের সাফল্যে’র রহস্য উন্মোচন করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বললেন, টানা অনুশীলন ও খাদ্যাভাসই সাফল্যের মূলে কাজ করে। দুই ক্রিকেটারের ২৭ মিনিটের লাইভ শোতে আলোচনা হয়েছে ক্রিকেটে টেকনিক্যাল বিষয় নিয়েও। করোনা পরিস্থিত স্বাভাবিক হলে টাইগারদের বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহের পাশাপাশি বাংলাদেশের মানুষকে আগাম ঈদ মোবারক জানিয়েছেন বিরাট কোহলি।
তামিম ইকবালের ভার্চুয়াল আড্ডায় একের পর এক চমক। দেশের গন্ডি পেরিয়ে বিদেশ। ফাফ ডু-প্লেসি ও রোহিত শর্মার পর এবার বিরাট কোহলি।
ভারতীয় কাপ্তান, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তাইতো প্রত্যাশা অনেক। জানা-অজানা স্মৃতির সাক্ষী হতে তামিমের অফিসিয়াল ফেসবুক পেজে, হুমরি খেয়ে পড়েন লাখ খানেক দর্শক। তবে ২৭ মিনিটের লাইভ শো শুধুই ক্রিকেট কেন্দ্রীক।
আড্ডায় উঠে আসে বিরাট কোহলির সাফল্য’র রহস্য। বিশেষ করে রান তাড়ার ক্ষেত্রে অপ্রতিরোধ্য বিরাট। সাবলীলভাবে নিজেই কৌশলের কথা বললেন ভারতীয় কাপ্তান।
শুধু বিরাটই নন। গেলো কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে ভারতের অন্য ব্যাটসম্যানরাও। বিশেষ করে পেসারদের মোকাবেলায় সাফল্যের চুড়ায় কোহলি-রোহিতরা। এর পেছনের মূল রহস্যও উন্মোচন করলেন ভারত অধিনয়াক।
করোনায় দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে ক্রিকেট। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে, আবারো বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ভারতীয় অধিনায়ক।
লাইভের শুরুতেই করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও, সবশেষ বাংলাদেশের মানুষকে আগাম ঈদ শুভেচ্ছা জানান বিরাট কোহলি।