তামিমের আড্ডা- সময়ের পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেট এখন অনেক বেশি পরিণত

- আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সময়ের পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেট এখন অনেক বেশি পরিণত। দলে একাধিক তারকা ক্রিকেটারের পাশাপাশি বিশ্বকাপে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসি। তামিম ইকবালের সাথে অনলাইন আড্ডায় তিনি এসব কথা বলেন। এসময় নিজেদের ক্যারিয়ারের নানা দিক এবং আইপিএল-বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়েও কথা বলেন তারা।
করোনায় থমকে আছে পুরো বিশ্ব। দেশ থেকে বিদেশ, সবাই বন্দী লকডাউনে। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার, কারোই উপায় নেই ঘরের বাইরে যাওয়ার। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশীয় তারকা ক্রিকেটারদের পর, অনলাইন আড্ডায় এবার তামিমের অতিথি ফাফ ডু প্লেসি।
আড্ডার শুরুতেই করোনাকালে নিজ দেশের অবস্থান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক বলেন, সব দেশের মতো আমাদের দেশেও চলছে লক ডাউন। অর্থনীতি ভেঙে পড়েছে। আমাদের আমদানি-রপ্তানি সব বন্ধ হয়ে আছে। আমাদের এখানেও প্রচুর মানুষ দিন আনে দিন খায়। তাই তারা সবাই খুব বিপদে আছে। আমরা চেষ্টা করছি আমাদের স্যালারির কিছু অংশ তাদের জন্য দান করতে।
আলোচনায় উঠে আসে দু’দেশের ক্রিকেট। এ সময় বাংলাদেশ ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সাবেক প্রোটিয়া অধিনায়ক।
এক সময় দু’তিনজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল ছিলো বাংলাদেশ। যা সময়ের পরিবর্তনে এখন অনেক বদলে গেছে। এখন দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। যারা বাংলাদেশ এগিয়ে নিচ্ছে। সে ক্ষেত্রে সাকিব সে খুবই স্পেশাল। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করে- যোগ করেন প্লেসি
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন ডু প্লেসি। ভাইরাস নির্মুলের আগে মাঠে খেলা শুরু করা অসম্ভব বলেই মনে করেন তিনি। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বকাপের সঙ্গে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের ম্যাচটাও খেলতে চান এই প্রোটিয়া ক্রিকেটার। আর সুযোগ আসলে বিপিএলে খেলার কথাও জানান তিনি।
তিনি বলেন, বিশ্বকাপ নিয়ে আমি নিশ্চিত নই। বিশ্বজুড়ে এখন ভ্রমণ নিষিদ্ধ। তবে, চেষ্টা করলে হয়তো, ভিন্ন উপায়ে পরবর্তীতে আয়োজন করা সম্ভব। ভাইরাসের প্রকোপ শেষ হলে, এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের ম্যাচটি খেলতে চাই আমি। পাশাপাশি সুযোগ পেলে বিপিএল খেলার ইচ্ছা আছে আমার।
তামিমের পরবর্তী আড্ডার সারথী, প্রতিবেশী দেশ ভারতের ক্রিকেটার রোহিত শর্মা।