তাপদাহে নাকাল হয়ে পড়েছে রাজধানীর জনজীবন
- আপডেট সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
তাপদাহে নাকাল হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। কোথাও মিলছে না স্বস্তির ছোঁয়া। ভ্যাপসা গরম ও রোদের তীব্রতা চরম বিপাকে ফেলেছে নিম্ন আয়ের মানুষসহ পেশাজীবীদের। আগামী দু’তিন দিন তাপমাত্রা এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসী। তীব্র তাপদাহে চরম বিপাকে পড়েছে দিনমজুর থেকে শুরু করে সব পেশার মানুষ।
কাজ না করলে পরিবার অভুক্ত থাকবে, রোদ-বৃষ্টি সব পরিবেশে তাই কাজ করতে হয় বলে জানায়, নিম্ন আয়ের মানুষ।
রোদের প্রখরতা বাড়তে থাকায় শ্রেণীকক্ষেও হাসফাঁস করছে শিক্ষার্থীরা। দিন দিন অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।
আইসক্রীম, লেবুর শরবত পান, ছাতা ব্যবহার এমনকি গাছের নিচেও প্রশান্তি খুঁজছেন সব বয়সী মানুষ।
এদিকে, আরও দু’তিন দিন এমন তীব্র তাপদাহ থাকবে বলে জানিয়েছে, আবহাওয়া অফিস।
বৃষ্টি হলেই মানুষের এই অসহনীয় দুর্ভোগ কমবে বলে আশা করছেন তিনি।




















