তন্ময় হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
তন্ময় হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, সাংবাদিক শেখ সেলিম ও নিহতের স্বজনরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় চুয়াডাঙ্গাবাসী। গেল ৩১ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের ‘তিলোত্তমা চট্টগ্রাম’ নামের টাইলস কোম্পানীর কোয়ার্টারে একই প্রতিষ্ঠানের বাবুর্চি নিহার রিচিলের ছুরিকাঘাতে খুন হন চুয়াডাঙ্গার এসএম মঈন উদ্দীন তন্ময়। তন্ময় ‘তিলোত্তমা চট্টগ্রাম’-এর হিসাব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।










