তদন্ত ওসি নুরুল, কনস্টেবল সুমন ও এএসআই শামীমের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা
																
								
							
                                - আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
 - / ১৬৮১ বার পড়া হয়েছে
 
কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আকতার, তদন্ত ওসি নুরুল ইসলাম মজুমদার, কনস্টেবল মোহাম্মদ সুমন ও এএসআই শামীমের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে কক্সবাজার জেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আরজির বর্ণনামতে, ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট একরামুল হুদা জানান, উখিয়া থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুমন এর সঙ্গে রিয়াদ সুলতানা নুরী নামে এক নারীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গেলো ৭ জুলাই বিয়ের কথা বলে রামুর খুনিয়াপালং চেকপোস্ট সংলগ্ন তার কক্ষে নিয়ে ঐ নারীকে ধর্ষন করে কনস্টেবল সুমন। ঐদিন রাতেই বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে ফোনে জানান ভিকটিম। তার কথা মতো উখিয়া থানায় গেলে ঐ নারীকে অকথ্য ভাষায় গালমন্দ ও মোবাইল ফোন কেড়ে নেন ওসি মর্জিনা আকতার। এরপর অভিযুক্ত ওসিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় তাকে থানার একটি কক্ষে আটকে রেখে মারধর ও নির্যাতন চালায় অভিযুক্তরা।
																			
																		














