তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না : কাদের
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোন সম্ভাবনা নেই। উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সমাবেশে লাঠিসোটা নিয়ে অবস্থান করে নিজেরাই প্রমাণ করেছে তারা আতংকিত। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সড়ক পথে গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত কালনা সেতু দেখতে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সাথে নিয়ে কালনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, মিয়ানমারের উস্কানিমূলক কর্মকান্ডে বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপি প্রতিদিনই নির্বাচানের নামে মিথ্যাচার করছে-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে তারা।
এদিকে রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সমাবেশে লাঠিসোটা নিয়ে অবস্থান করে প্রমাণ করেছে তারা আতংকিত।
এরআগে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশাত্ববোধ, মানবতাবোধ ও মেধায় বলিয়ান হয়ে জীবন সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান ড. হাছান মাহমুদ।

 
																			 
																		























