ঢাবির সমাবর্তনে ত্রিশ হাজার ৩৪৮ গ্র্যাজুয়েট ও গবেষকের অংশগ্রহণ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ২১১৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন চলছে। বিশ্ববিদ্যালয়ের ৩০,৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক সনদ পেয়েছেন। কালো গাউন আর ক্যাপ পরিহিত সদ্য গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে বাঁধভাঙা উচ্ছ্বাস ।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ১২টায় শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জেন তিরলকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়। এবারের সমাবর্তনে ১৩১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, দু’জনকে ডিবিএ এবং ৩৫ জন পেয়েছেন এমফিল ডিগ্রির সনদ। ঢাবির সর্বশেষ সমাবর্তন হয় ২০১৯ সালে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।

 
																			 
																		














