ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

- আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ইভিএমে নেয়া ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটার উপস্থিতি ছিলো নগণ্য। উপনির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি প্রার্থী পুননির্বাচনের দাবী জানিয়েছেন। এর আগে নির্বাচনের শুরুতে কেন্দ্র দখল, নেতাকর্মীদের গ্রেফতার এবং এজেন্টদের হুমকি দিয়ে বের করে দেয়াসহ নানা অভিযোগ জানিয়েছিলেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর। এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলছেন সিইসি-সহ আওয়ামী লীগ প্রার্থী। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী নাসিরউদ্দিন সরকার ভোটের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি সামান্য বাড়লেও দুপুরের পর আবার তা কমে যায়। সকাল থেকে ২১৭টি ভোটকেন্দ্রে তৎপর ছিল নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য।
ইভিএমে ভোট দিয়ে স্বস্তির কথা জানান ভোটারদের কেউ কেউ।
আবার এমন শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়েও খুশি অনেক ভোটার।
ভোটগ্রহণের তথ্য সংগ্রহে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে পুলিশ সদস্যদের বাধার মুখে পড়তে হয় সাংবাদিকদের। ভোটের খবর নিতে গিয়ে সকালে রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে পুলিশ সদস্যের তোপের মুখে পড়েন সংবাদকর্মীরা। কেন্দ্রে প্রবেশে নির্বাচন কমিশনের দেয়া বৈধ কার্ড থাকার পরও প্রিজাইডিং অফিসারের অনুমতির নির্দেশ দেন তারা।
এ বিষয়ে নির্বাচনী কর্মকর্তারাও কোন সদুত্তর দিতে পারেননি।
আব্দুল্লাহপুর মালেকা বানু বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে হুমকি-ধামকি দিয়ে কেন্দ্র থেকে বিএনপি’র পোলিং এজেন্টদের বের করা এবং কেন্দ্র দখলসহ বিএনপি’র ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়াসহ নানা অভিযোগ করেন তিনি।
উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবীব হাসান বিএনপি প্রার্থী’র অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সরকার দলীয় সাবেক সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।