ঢাকা-১৭ উপনির্বাচনে অনিয়ম হলেই ভোট বন্ধ : কাজী হাবিবুল আউয়াল

- আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৮০৪ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অনিয়ম হলে ভোট বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, এই নির্বাচনে আচরণবিধি প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে কমিশন।
সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচনের আট প্রার্থীকে নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভায় এসব কথা বলেন সিইসি। কোনো ভোটারকে বাধা দিলে ভোট প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে কমিশন। কোনভাবে সহিংসু মনোভাব রাখা যাবে না উল্লেখ করে, প্রার্থীদের উদ্দেশে সিইসি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। এসময়, ঢাকা-১৭ আসনে ভোট ব্যালটে অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত সভায় উপস্থিত না থাকায় উষ্মাও প্রকাশ করেন কাজী হাবিবুল আউয়াল।