ঢাকা সিটি নির্বাচনে ভোট গ্রহনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঢাকা সিটি নির্বাচনে ভোট গ্রহনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে, জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দিক্ষেণ আওয়ামী লীগের মেয়র প্রর্থী শেখ ফজলে নূর তাপস। বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক, মেনে নেবেন তিনি। আর হেরে গেলেও ঢাকাবাসীর পাশে থাকবেন।
সকাল সাড়ে আটটায়, ঢাকা দক্ষিণ সিটির ১৫ নম্বর ওয়ার্ডে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এমন প্রতিক্রিয়া জানান, শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, তার দেয়া উন্নয়নের রূপরেখা এবং ইশতেহার ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। তাই নির্বাচনে তার জয় না পাওয়ার কোনো কারণ নেই। ইভিএমকে আধুনিক এবং সুন্দর ভোটিং সিস্টেম অভিহিত করে সাধুবাদ জানান তিনি। প্রতিপক্ষ প্রার্থীদের অভিযোগ অবান্তর দাবি করে, তাদের নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।