ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে চলমান প্রচারণায় এখনো স্বস্তিতে ভোটাররা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে চলমান প্রচারণায় এখনো স্বস্তিতে ভোটাররা। সুষ্ঠু পরিবেশে ভোটের ব্যাপারে আশাবাদী তারা। তবে ইভিএম নিয়ে বিতর্কে জড়িয়েছেন ঢাকা উত্তরের দুই মেয়র প্রার্থী বিএনপির তাবিথ আউয়াল ও আওয়ামী লীগের আতিকুল ইসলাম। ইভিএমকে ভোট কারচুপির ডিজিটাল মাধ্যম দাবি করে তাবিথ আউয়াল বলেছেন, ইভিএম এখনো বিশ্বব্যাপী স্বীকৃত নয়। তবে আতিকুল ইসলাম নতুন প্রযুক্তিকে গ্রহণের আহবান জানিয়েছেন।
ঘড়ির কাটায় সকাল ১০টা না বাজতেই বিরামহীন প্রচারণায় নামেন তাবিথ আউয়াল। কেন্দ্রীয় নেতাদের সাথে বিএনপি’র অঙ্গ সংগঠনের হাজার খানেক নেতাকর্মীর উপস্থিতি বলছে ভোটারদের সাড়ায় এখনো যথেষ্ট আশাবাদী তারা। ঢাকার নূরজাহান রোড থেকে শুরু করে প্রচারণা চলতে থাকে রাজিয়া সুলতানা রোড, টাউন হলসহ মোহাম্মদপুরের অলি-গলিতে। তবে নির্বাচন কমিশন ও ইভিএম নিয়ে অস্বস্তির কথা জানান বিএনপি’র মেয়র প্রার্থী।
ওদিকে, মিরপুরের মাটিকাটা-ভাষানটেকে প্রচারণাকালে সরকার দলীয় প্রার্থী বলেন, বিরোধী দলের অভিযোগ চিরায়ত রীতি। ভোটে শেষ পর্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। এদিকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণায় সময় কাটান বিএনপি ও আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরাও। যদিও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সাধারণ ভোটারদের আশা- প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বর্তমান পরিস্থিতি বজায় থাকলে নির্বিঘ্ন পরিবেশেই ভোট দিতে পারবেন তারা।

 
																			 
																		



















