ঢাকা সিটির মশা নিধন কার্যক্রমে কোনো ব্যক্তি বা সংস্থার গাফিলতি বরদাশত করা হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
ঢাকা সিটির মশা নিধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা সংস্থার গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে রাজধানীর রূপনগরে ঢাকা উত্তর সিটির মশা নিধন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তাজুল ইসলাম বলেন, ঢাকার সব খাল ও নর্দমায় যেন মশার বংশবিস্তার না ঘটে, সেজন্য নিয়মিতই পরিস্কার করা হবে। এক্ষেত্রে নগরবাসীকেও পরিচ্ছন্নতায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের বিশেষ প্রকল্প শিগগিরই বাস্তবায়ন শুরু হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।