ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে অরক্ষিত ডিভাইডার এবং ইউটার্নের কারণে বেড়েছে দুর্ঘটনা। বারবার দেয়াল তোলার পরও রাতে অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে মহাসড়কের বিভিন্ন অংশের ডিভাইডার। এছাড়া ইউটার্নগুলো দূরে স্থাপন করায় উল্টোপথে গাড়ী চলাচল বাড়ছে। এতে দেখা দিচ্ছে অসহনীয় যানজট।
ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে কাটা ডিভাইডার বন্ধ করে দিলেও কিছু দিনের মধ্যে বেশির ভাগই আবারও কেটে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে।
নিয়মবহির্ভূতভাবে এসব কাটা অংশ দিয়ে ঝুঁকি নিয়েই ইউটার্ন করছে বিভিন্ন যানবাহন।
অন্যদিকে, বাজারের মাঝখানে অনেক ইউটার্ন থাকায় যানজট এবং সড়ক দুর্ঘটনায় নাজেহাল স্থানীয়রা।
এ অবস্থায় ডিভাইডারের কাটা অংশ ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ।
মহাসড়কে শৃঙ্খলা ফেলাতে প্রশাসনকে আরো কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।