ঢাকা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি

- আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৩৫ বার পড়া হয়েছে
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাদান বন্ধ রেখেছেন ডাক্তাররা। সকাল থেকেই কর্মবিরতিতে রয়েছেন জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসকরা।
ফলে, বন্ধ আছে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বার। আইসিইউ চালু থাকলেও দেখা মিলছে না ডাক্তারের। গুরুতর রোগী থাকায় সেখানে নার্সরা রয়েছেন। বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসাব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এর আগে, শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়। এ ঘটনায়, দোষীদের গ্রেফতারে আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে, ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই কর্মবিরতিতে গেলেন চিকিৎসকরা।