ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৯৫২ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক আছে। বিচ্ছিন্নভাবে ঈদে ঘরমুখো মানুষেরা বাড়ি ফিরছেন।
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা স্টেশন থেকে যাত্রীরা বাড়ি ফিরছেন। মহাসড়কের ঢাকাগামী গরুবোঝাই ট্রাক ও পিকাপ চলাচল করলেও কোথাও কোনো যানজট পরিস্থিতি সৃষ্টি হয়নি।মহাসড়কের নিরাপত্তা রক্ষায় হাইওয়ে পুলিশ, জেলা ও জিএমপি পুলিশ সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

 
																			 
																		










