ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনই হল খোলা হবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনই হল খোলা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. আক্তারুজ্জামান। তবে চলমান পরীক্ষা শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে নেয়া হতে পারে।
মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে এমনই সিদ্ধান্ত জানান তিনি। ঢাবি’র ভিসি বলেন, টিকা দেয়ার পরই হল খোলা ও ক্লাস চালু হবে। মহামারিতে জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে হল খোলা হবে ১৭ মে । শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে ১৭ এপ্রিলের মধ্যে। এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে ভিসি বলেন, সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।