ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক
																
								
							
                                - আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
 - / ১৫৯৬ বার পড়া হয়েছে
 
ছাত্রদল ও ছাত্রলীগের সহিংসতার পর, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনও বিরাজ করছে চাপা উত্তেজনা। এতে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সব ছাত্র সংগঠনকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশ করাকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে চলে সহিংসতা।
টানা কয়েকদিনের সহিংসতার পর ক্যাম্পাস পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ক্লাসের পাশাপাশি চলছে পরীক্ষা। তবে এখনও আতঙ্ক কাটেনি সাধারণ শিক্ষার্থীদের।
চাপা উত্তেজনা বিরাজ করছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। ছাত্রদল নেতারা ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ত ব ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, বহিরাগতদের নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদল কে প্রতিহত করতে প্রস্তুত তারা।
ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান, উপাচার্য।
ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
																			
																		














